অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ
মাদারীপুরের রাজৈরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। আজ শনিবার উপজেলার হরিদাসদী গ্রামে আবুল কালাম মাতুব্বরের পুকুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, হরিদাসদী গ্রামের হালিম মুন্সীর ৬০ শতাংশের একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছিল একই এলাকার আবুল কালাম মাতুব্বর। পুকুরটি বিল এলাকায় অবস্থিত হওয়ায় দেশি প্রজাতির মাছের সংখ্যা বেশি ছিল। শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে শনিবার দুপুর থেকে মরা মাছ পানিতে ভাসতে দেখা যায়। মরা মাছের মধ্যে চিতল, বোয়াল, শোল, বাইন, কৈ ও শিং মাছের সংখ্যাই বেশি ছিল। এ ছাড়াও কার্প জাতীয় মাছও সব মারা গেছে।
ভুক্তভোগী আবুল কালাম মাতুব্বর জানান, আমি দীর্ঘদিন যাবৎ এখানে মাছ চাষ করছি। হঠাৎ শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। শত্রুতাবশত আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল এসব করেছে। আমি আইনের আশ্রয় নেব।
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর জানান, একটি চক্র আছে আমাদের এলাকায় এসব ঘটনা ঘটায়। এদের শনাক্ত করে বিচারের আওতায় আনা দরকার। রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৬:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |