• সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন করল দুর্বৃত্তরা

    অনলাইন ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২০ | ৪:০৩ অপরাহ্ণ

    পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন করল দুর্বৃত্তরা

    জামালপুরে বিশাল আয়তনের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪৪ লাখ টাকার মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই ক্ষতির কারণে পথে বসতে হলো জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা মধ্যপাড়া গ্রামের মাছচাষি মিন্টু মিয়া সরকারকে। গত সোমবার গভীর রাতে এ ঘটনায় আজ বুধবার স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রে সাধারণ ডায়েরি করে দুর্বৃত্তদের খুঁজে বের করে ক্ষতিপূরণ আদায়সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

    ক্ষতিগ্রস্ত মাছচাষি মিন্টু মিয়া সরকার জানান, সদরের শাহবাজপুর ইউনিয়নের কৌডোলা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির কাছেই বছর দুয়েক আগে তিনি প্রায় তিন একর আয়তনের দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষে বিপুলপরিমাণ অর্থ বিনিয়োগ করেন। প্রথম বছরে মাছ বিক্রি করে তেমন লাভ করতে পারেননি। দ্বিতীয় দফায় চলতি বছরের শুরুর দিকে মাছ বিক্রি করার কথা ছিল। কিন্তু করোনার কারণে বাজার মন্দা যাওয়ায় মাছ রয়ে যায় পুকুরেই। এরই মধ্যে মাছ বিক্রি করে বাকিতে কেনা মাছের খাবারের দাম বাবদ প্রায় ১৫ লাখ টাকাসহ অন্যান্য খরচ মিটিয়ে বেশ ভালো টাকা লাভ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু দুর্বৃত্তরা গত সোমবার গভীর রাতের কোনো একসময় দুটি পুকুরেই বিষ ঢেলে তার স্বপ্নকে চুরমার করে দেয়। ওই রাতেই দ্রুত সময়ের মধ্যে দুটি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ পুকুরে মরা মাছ দেখতে ভিড় করেন। দুটি পুকুরের প্রায় ২২ হাজার ৫০০ পিস পাঙাস ও রুই কাতলা মৃগেল, তেলাপিয়াসহ প্রায় ২০০ মণ মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ৪৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে তার।

    এদিকে ঘটনার দুই দিন পার হলেও এভাবে রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনাটি কারা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেননি মাছচাষি মিন্টু মিয়া সরকার। তিনি বলেন, সোমবার গভীর রাতে যখন দুটি পুকুরের মাছ একের পর এক মরে যাচ্ছিল, তখন আমরা ধরে নিয়েছি যে উচ্চ বিষক্রিয়াসম্পন্ন গ্যাস ট্যাবলেট গুঁড়া করে পুকুরে ফেলেছে দুর্বৃত্তরা। গ্যাস ট্যাবলেটের কিছু আলামতও পেয়েছি। আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। তবে পুকুর লিজ দেওয়া নেওয়া নিয়ে পুকুর মালিকের সাথে কারো কোনো পূর্ব শত্রুতা থাকতে পারে। কিংবা তৃতীয় কোনো পক্ষ আমাদের বড় ধরনের ক্ষতি করার জন্য উদ্দেশ্যেই হয়তো এই কাজটি করে থাকতে পারে। মাছ নিধনকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেছি।

    নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় মাছচাষি মিন্টু মিয়া সরকারের অভিযোগ পেয়ে তা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে বের করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved