অনলাইন ডেস্ক | ১৬ জুলাই ২০২০ | ১০:২২ পূর্বাহ্ণ
উজানের ঢল ও ভারি বর্ষণে লালমনিরহাটে তিস্তার পানি টানা চারদিন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কমে গিয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের। এছাড়া বিভিন্নস্থানে ভাঙন দেখা দেয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা পাড়ের মানুষ।
এর আগে গত ১০ জুলাই রাত থেকে তিস্তার পানি পঞ্চম দফায় বৃদ্ধি পেয়ে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ৯০ চরের অন্তত লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বর্তমান তিস্তার পানি প্রবাহ কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বন্যাদূর্গত এলাকায় বানভাসিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, বন্যা কবলিত মানুষের মাঝে ১১শ’ ৯০ মেট্রিক টন চাল ও ২২ লাখ ২৫ হাজার ৭শ’ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । এছাড়াও ৩ হাজার বানভাসিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |