অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২১ | ৯:৪৩ পূর্বাহ্ণ
প্রায় ৩০ বছর পর পাকিস্তানে আবারও কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। আইসিসির আগামী ১০ বছরের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রশ্ন উঠছে, চিরশত্রু ভারত কি তাহলে এ টুর্নামেন্টে অংশ নেবে?
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজার আশা, টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে আসবে ভারত।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফরে যায় না ভারত। আইসিসি আয়োজিত ইভেন্ট ছাড়া প্রায় ৯ বছর ধরে মাঠে পাক-ভারত দ্বিপাক্ষিক লড়াই নেই। বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দল মুখোমুখি হয় না। আর তাই পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
তবে রমিজ রাজা মনে করেন, একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো সহজ ব্যাপার না। এ রকম সিদ্ধান্ত নিলে অনেক ধরনের চাপ সামলাতে হবে তাদের। আমার মনে হয় না ভারত এটা করবে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার ব্যাপারটা কঠিন। কিন্তু একটা ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না৷’
এর আগে পাক-ভারত সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি দুই দলের বোর্ডের হাতে নেই। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দুই দেশের নীতিনির্ধারকদের ওপর।
সংযুক্ত আরব আমিরাতে চলমান বইমেলায় উপস্থিত হয়ে এ প্রসঙ্গে সৌরভ সাফ সাফ বলেন, ‘বিষয়টি এখন আর দুই বোর্ডের হাতে নেই। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। তবে বছরের পর বছর দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। দুই দেশের সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টি পিসিবি সভাপতি রমিজ রাজা বা আমার হাতে নেই।’
১৯৯৬ সালে শেষবার কোনো টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তানে। তারপর থেকে আর কোনো আসর হয়নি দেশটিতে। জঙ্গি হামলা, নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকির কারণে দ্বিপাক্ষিক সিরিজও দীর্ঘদিন বন্ধ ছিল।
এদিকে দীর্ঘদিন পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়ে বেজায় খুশি পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য মুখিয়ে আছেন পিসিবির চেয়ারম্যান রমিজ। তিনি বলেন, ‘আইসিসি যে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের জন্য পাকিস্তানকে নির্বাচন করেছে, তাতে অত্যন্ত আনন্দিত। এই আনন্দের কোনো সীমা নেই। পাকিস্তানকে একটি বড় টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে আইসিসি। আমাদের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছে। আমাদের পরিচালনা, অপারেশনাল সক্ষমতা এবং দক্ষতার ওপর সম্পূর্ণ আস্থা রেখেছে আইসিসি।’
আরও বলেন, ‘আমরা কতটা ভালো আয়োজক হতে পারি, সেটি প্রমাণ করার ধারাটা অব্যাহত রেখেছি। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাত ধরেই আবারও খেলার প্রতি আমাদের আবেগ এবং ভালোবাসা প্রদর্শন করব। কারণ এই ইভেন্টটি দেশের লাখ লাখ ভক্তদের জন্য আশীর্বাদ হবে।’
বাংলাদেশ সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |