অনলাইন ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ
ফেনীর পরশুরামে চকলেটের প্রলোভনে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছে শিশুটির পরিবার। শনিবার সন্ধ্যায় অভিযুক্ত আবদুল বারেকের (২২) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে শিশুটির বাবা। অভিযুক্ত বখাটে আবদুল বারেক পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মফিজ মিয়ার ছেলে।
মির্জানগর ইউনিয়ন পরিষদের সদস্য মহি উদ্দিন ছুট্টু জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির উঠানে অন্য ছেলে-মেয়েদের সঙ্গে ৫ বছরের শিশুটি খেলাধুলা করছিল। এসময় শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে আবদুল বারেক। এসময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে রক্তাক্ত জখম করে বারেক। একপর্যায়ে শিশুটি শোরচিৎকার দিয়ে কান্না শুরু করে। কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে বখাটে যুবক বারেক দৌঁড়ে পালিয়ে যান।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নির্যাতিত শিশুটিকে চিকিৎসার জন্য শিশুটিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |