• সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    পদোন্নতি পেলেন ১০৫ বিচারক

    অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২০ | ১১:৫৩ অপরাহ্ণ

    পদোন্নতি পেলেন ১০৫ বিচারক

    যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের পদে ১০৫ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার (৮ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৩য় গ্রেডে ৫৪৩৭০-৭৪৪৬০ বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ / সমপর্যায়ের পদ হতে যুগ্ম জেলা ও দায়রা জজ / সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের উল্লেখিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

    প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, কর্মকর্তাগণকে জেলা ও দায়রা জজ / চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ১৫ নভেম্বর এবং প্রশিক্ষণ ছুটিতে থাকা কর্মকর্তাগণকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

    পদোন্নতি প্রাপ্ত হলেন, ইফতেখার আহমেদ, মোহাম্মদ কামাল খান, আ. বা. মো. নাহিদুজ্জামান, এস. এম. মাসুদ পারভেজ, বেগম লায়লা শারমিন, মো. খালিদ হাসান খান, বেগম ইয়াসমিন বেগম, বেগম আফসানা আবেদীন, মো. তাজুল ইসলাম মিঞা, মো. হাফিজুল ইসলাম, মোহাম্মদ নাঈম ফিরোজ, মো. আহসান হাবিব, বেগম মনীষা রায়, মো. ইউনুস খান, বেগম চাঁদনি রূপম, মাসফিকুল হক, মো. আব্দুল্লাহ আল মাসুম, বেগম খাদিজা নাসরিন, মোহাম্মদ মিল্লাত হোসেন, মুহাম্মদ সরওয়ার আলম, মো. তোফাজ্জল হোসেন, কাজী মুসফিক মাহবুব রবিন, জি. এম নাজমুছ শাহাদাৎ, মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ হাসান, মোছা. মার্জিয়া খাতুন, মো. আলমগীর হোসাইন, মো. হুমায়ুন কবীর, হাবিবুল্লাহ মাহমুদ, মো. শামীম সুফী, মো. আমিরুল ইসলাম, রশিদ আহমেদ মিলন, কাজী সোনিয়া আক্তার, মোসাদ্দেক মিনহাজ, বেগম তাহেরা আনোয়ার, মোহাম্মদ সাহাব উদ্দিন, কাঁকন দে, মোহাম্মদ খাইরুল আমীন, মো. হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী, মো. জাহিদুল আজাদ, মোহাম্মদ বদিউজ্জামান, মোহাম্মদ দিদার হোসাইন, কোহিনুর আরজুমান, আবু সালেম মোহাম্মদ নোমান, বেগম নাজমুন নাহার, বেগম শিউলী রাণী দাস, বেগম ওবায়দা খানম, মো. সারাফুজ্জামান আনছারী, মো. জিয়াদুর রহমান, হাসান মো. আরিফুর রহমান, মো. হুমায়ুন কবির, তরুন বাছাড়, জাহেদ আহমদ, মো. আফতাবুজ্জামান, বেগম মিথিলা ইসলাম, মোহা. হেলাল উদ্দিন, মো. ইকবাল মাসুদ, মোহাম্মদ শফিউল আযম, রওশন আলম, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মো.সাদেকীন হাবিব বাপপী, মো. জাহাঙ্গীর হোসেন, আহমেদ সাঈদ, মুহাম্মদ আলী আক্কাস, মো. কামরুম হাসান, এস.এম মোর্শেদ, বেগম নওরীণ আক্তার কাঁকন, মোহাম্মদ বিল্লাল হোসাইন, এস রমেশ কুমার ডাগা, মো. তসরুজ্জামান, গাজী জামশেদুল হক, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, আবু হাসান খায়রুল্লাহ, বেগম তাওহীদা আক্তার, বেগম আইরিন পারভীন, মোহাম্মদ ইলিয়াছ মিয়া, মো. এরশাদ আলী, গোলাম মাহফুজ, মো. জিয়াউর রহমান, মো. খোরশেদ আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, বেগম মেহের নিগার সূচনা, বেগম সুপ্রিয়া রহমান, কাজী কামরুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী, মো. শরিফুল হক, আবু খান শাহীন কনক, মো. খুরশীদ আলম, মো. আমিনুল ইসলাম, কাজী ইয়াসিন হাবিব, মো. জিয়ারুল ইসলাম, আবদুল মোমেন, কে. এম মহিউদ্দীন, ওয়াসিম শেখ, মাহমুদুল ইসলাম, মো. মতিউর রহমান, আবু বাছেদ মো. বুলু মিয়া, বেগম স্নিগ্ধা রাণী চক্রবর্তী, মো. আশিকুজ্জামান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, বৈজয়ন্ত বিশ্বাস, মুজাহিদুর রহমান ও মো’তাছিম বিল্যাহ।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved