অনলাইন ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২০ | ৬:০১ অপরাহ্ণ
পটুয়াখালী শহরের যুবক তানভীরের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা কামরুন্নাহার বেগম।
মঙ্গলবার সকাল ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কামরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে তানভীর রহমানকে (২১) পরিকল্পিতভাবে হত্যা করেছে এবিএম শাহীন ফেরদৌস ও তার পরিবার।
আমি ছেলে হত্যার বিচার চেয়ে থানায় গেলেও কোনও আইনি ব্যবস্থা নেয়া হয়নি। তাই গেলো ১৭ নভেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালতে ৩০২/৩৪ দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেছি।
মামলার আসামি হচ্ছে এবিএম শাহিন ফেরদৌস (৫০), তার স্ত্রী রুমা বেগম (৪০), তার পালিত ছেলে ইমরান (২৩) ও মেয়ে মারিয়া বেগম (১৯)।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গেলো ১১ নভেম্বর পটুয়াখালী শহরের মুসলিমপাড়াস্থ শাহীন ফেরদৌসের বাসায় আমার একমাত্র উপার্জনক্ষম সন্তান ফার্মাসিস্ট তানভীর রহমানকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
বর্তমানে আমার স্বামী প্যারালাইজড অবস্থায় ছেলের শোকে বিছানায় কাতরাচ্ছেন। আমি খুব অসহায়ভাবে জীবন-যাপন করছি। আমি এক অসহায় মা আপনাদের মাধ্যমে আমার ছেলে হত্যার সঙ্গে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বাংলাদেশ সময়: ৬:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |