অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০২০ | ৬:৪৬ অপরাহ্ণ
নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খেশরা ইউনিয়নে সনৎ বাছাড় নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।১ নভেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সনৎ বাছাড় (৩৮) খেশরার দক্ষিণ শাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে ও শাহাজাতপুর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
শাহাজাতপুরের বাবু সরদার জানান,শাহাজাতপুর বাজারের ওষুধের দোকানদার এনায়েত আলী ও সুনীল দাশ নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করেন। দোকানে দোকানে ওই ওষুধ এরাই পৌঁছে দেন। রবিবার সনৎ বাছাড় ওই নেশা জাতীয় ওষুধ খেয়ে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম লিয়াকত হোসেন জানান, এলাকায় দোকানে দোকানে ঘুরে গত এক মাস ধরে এ নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করছে দুইজন ব্যক্তি। উঠতি বয়সী যুবকরা এটি খেয়ে নেশা করছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী রাসেল বলেন, শুনেছি নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সনৎ বাছাড় নামের একজন মারা গেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |