অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২০ | ১০:১৩ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে পিএসজি তারকা আঙ্গেল ডি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেসের, আন্দের এররেরা, মাউরো ইকার্দি, কেইলর নাভাস ও নেইমার জুনিয়ররা বেড়াতে গিয়েছিলেন স্পেনের ইবিজা দ্বীপে।
ইবিজা থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হন সতীর্থ ডি মারিয়া ও পেরেদেস। এরপর জানা যায় নেইমারও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
এমন খবরের পর ইএসপিএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইবিজায় ছুটি কাটাতে যাওয়াদের ভেতর ইকার্দির রিপোর্টও পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সেটিই হলো। ইকার্দি একা নন, আক্রান্ত হয়েছেন আরও দুইজন গোলরক্ষক কেইলর নাভাস, ডিফেন্ডার মার্কিউনোস।
একে একে ছয় জনের করোনা আক্রান্তের খবরে শঙ্কায় পড়েছেন আগামী ১০ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচটি। অথচ এই ম্যাচ দিয়ে লিগ শুরু করবে পিএসজির। লিগ ওয়ান কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে এক দলে চার সদস্যের বেশি খেলোয়াড়ের করোনা আক্রান্ত হলে তাদের ম্যাচ স্থগিত করা হবে।
বাংলাদেশ সময়: ১০:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |