অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর ২০২০ | ৯:৫৭ পূর্বাহ্ণ
টানা ৯ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকার কোনাপাড়া বহুতল ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর আগে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে মাতুয়াইল কোনাপাড়া বাদশা মিয়া রোড এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেনঞ্জ গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ওই ভবনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ভবনের ৬ তলায় আগুনের সূত্রপার ঘটতে পারে। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
বাংলাদেশ সময়: ৯:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |