অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর ২০২০ | ৫:০০ অপরাহ্ণ
মাফিয়া ডন এবং মুম্বাই বিস্ফোরণের প্রধান পরিকল্পনাকারী এবং ডি কম্পানি প্রধান দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। দেশটির মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রয়েছে দাউদের পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলামে উঠবে। আগামী ১০ নভেম্বর নিলাম হবে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।
জানা গেছে, আগামী ১০ নভেম্বর রত্নগিরির খেড় তালুকে নিলাম করা হবে দাউদের সাতটি জমি। এ ছাড়া দাউদের সঙ্গী গ্যাংস্টার ইকবাল মির্চির ২টি ফ্ল্যাটও নিলামে উঠবে। নিলামের জন্য ই-অক্সেন, পাবলিক অক্সেন ও সিল টেন্ডারও ডাকার কথা রয়েছে।
এদিকে বুধবার (২১ অক্টোবর) মুম্বাইয়ে ইকবাল মির্চির একটি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করেছে ইডি। এ ছাড়া মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইকবাল মির্চি ও তাঁর পরিবারের সাতটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২২ দশমিক ৪২ কোটি রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |