অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০২০ | ৭:০৫ অপরাহ্ণ
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না রাখায় নারায়ণগঞ্জ শহরের খানপুর বাজার অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার নারায়ণগঞ্জ শহরের খানপুর বৌবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করা হয়। ওই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বাজার কর্মকর্তা এবং জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মো. সেলিমুজ্জামান বলেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রর্দশন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় অনুযায়ী মা স্টোরকে ২ হাজার টাকা এবং বাচ্চু স্টোরকে ১ হাজার টাকা মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ৭:০৫ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |