অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২০ | ১১:১০ পূর্বাহ্ণ
নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছেন ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেন। এ জয়ের মাধ্যমে ২৭০ টি ইলেকটোরাল ভোট পাওয়ার পথে আরো চার ধাপ এগিয়ে গেলেন বাইডেন।
নির্বাচনের শুরু থেকেই নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে ছিলেন বাইডেন। নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিক্সভিল নচের ভোটাররা ভোট দিয়ে নির্বাচনের সূচনা করে থাকেন। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন একটি শহর। দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট দেন সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম প্রহরেই হেমলেট এলাকার বালসামস রিসোর্টের ব্যালট রুমে ডিক্সভিল নচের ভোটাররা ভোট দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
ডিক্সভিল নচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবারের নির্বাচনে ভোট গণনা শেষে দেখা গেছে সেখানকার পাঁচটি ভোটই জো বাইডেনের দখলে। আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি।
বাংলাদেশ সময়: ১১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |