অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২০ | ৮:৪০ অপরাহ্ণ
আইসিসির ফিউচার ট্যুর প্লান অনুযায়ী আগামী নভেম্বরে পার্থে আফগানদের সাথে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আর আগামী জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের কথা ছিল কিউইদের। করোনাভাইরাসের কারণে এবার দুটি সিরিজই স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ডিসেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ হবে।
সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘করোনার কারণে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দুটি স্থগিত করা হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত চলমান আইসিসির এফটিপির মধ্যেই দুটি সিরিজ আয়োজন করতে আমরা আশাবাদী। আমাদের বন্ধু নিউজিল্যান্ড এবং আফগানিস্তান বোর্ডের সাথে আমরা এতত্রে কাজ করতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ম্যাচগুলো আয়োজন করতে পারব বলে আশা করছি।’
আগামী ডিসেম্বরে ৪টি টেস্ট, ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। ১৭ ডিসেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া লড়াই শুরু হবে। ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে হকলি বলেন, ‘ভারতকে স্বাগত জানাতে প্রস্তুত সিএ। আশা করছি, তিন ফরম্যাট মিলিয়ে দুর্দান্ত কিছু ম্যাচ উপহার দেয়া যাবে।’
বাংলাদেশ সময়: ৮:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |