অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম মেম্বার নাসিম ওসমানের পরিবারের বেশীরভাগ সদস্য অসুস্থ হওয়ার খবর আগেই প্রকাশ হলেও তাঁরা মূলত করোনা ভাইরাসে আক্রান্ত জানা গেছে।
জাতীয় পার্টির মহানগর কমিটির সদস্য সচিব আকরাম আলী শাহীন ও নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমানের স্ত্রী সাবরিনা ওসমান জয়া তাঁদের ফেসবুক পেজে এ সম্পর্কে স্ট্যাটাস দিয়ে করোনার বিষয়টি নিশ্চিত করেন।
একমাত্র ছেলে আজমেরী ওসমানের নামে তাঁর ফেসবুকে ১৬ সেপ্টেম্বর পেজে এ তথ্য জানান। এতে তিনি জানান, নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান, তার দুই মেয়ে ও মেয়ের জামাত সহ নাতি নাতনিরা অসুস্থ।
এদিকে সাবরিনা ওসমান জয়া লিখেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত, আপনারা অনেকই আমাকে মেসেজ, ফোন দিচ্ছেন তবে রিপ্লাই দিতে না পারায় আমি দু:খ প্রকাশ করছি। আপনাদের গণমানুষের নেতা নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের স্ত্রী, আপনাদের অনেকের কাছে সে ভাবী, আম্মা আর আমার কাছে আমার আদরের মামনি, যাকে ছাড়া আমার পুরু পৃথিবী অন্ধকার ও তার কন্যা আফরিন ওসমান, আইরিন ওসমান, জামাতা ইফতেখায়রুল ইসলাম, মুহাম্মদ বদরুদ্দোহা সহ তাদের ছোট ছোট সন্তানদেরও করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। আপনারা সকলেই দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
বাংলাদেশ সময়: ১১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |