অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর ২০২০ | ১১:৪৬ পূর্বাহ্ণ
সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে নওগাঁয় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এছাড়া পর্যায়ক্রমে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা জানান, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ রাখার সমালোচনা করেছেন নওগাঁর শ্রমিক নেতারা। তাঁরা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিল না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিকপক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।
বাংলাদেশ সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |