অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর ২০২০ | ৭:১৭ অপরাহ্ণ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুকলেশপুর এলাকার ধান ক্ষেত থেকে গলায় গামছা পেছানো সোহেল (৩০) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার কোরবানপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সোমবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রবিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় থানায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |