অনলাইন ডেস্ক | ০৩ নভেম্বর ২০২০ | ১১:২০ পূর্বাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম চার বছর মেয়াদের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে কর বাতিল ও নজরদারি মুক্তির কথা বলে আসছেন। তিনি ওবামা আমলের স্বাস্থ্যসেবা আইন বাতিল করলেও এখন পর্যন্ত সেই স্থানে নতুন কিছু আনতে পারেননি। চলতি বছরের বেশিরভাগ সময় তার কেটেছে করোনা মোকাবিলায় প্রশাসনের পদক্ষেপের সমর্থনে কথা বলতে এবং প্রকাশ্যে বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে ভ্যাকসিন, চিকিৎসা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়তে।
ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে খুব বড় ধরনের নীতি পরিবর্তনের কোনও ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এখন পর্যন্ত দ্বিতীয় মেয়াদের কোনও লক্ষ্য দিয়ে হাজির হননি। শুধু সাক্ষাৎকার, বিতর্ক ও ভাষণে তার দ্বিতীয় মেয়াদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি হাজির হয়েছে। কিন্তু সমালোচকদের কোনও সন্দেহ নেই যে, ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আরও চার বছর মানে হলো, ধনী ও গরিব, বিচার ও বর্ণবাদ, সত্য ও মিথ্যার ব্যবধান আরও বাড়বে। ট্রাম্প নির্বাচিত হলে আগামী চার বছরে রাজনৈতিক মেরুকরণ বিপজ্জনক অবস্থায় পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাবেক উপদেষ্টা বিল গ্যাটসন ব্রুকিংস ইনস্টিটিউশন আয়োজিত এক প্যানেল আলোচনায় বলেছেন, ‘ট্রাম্পের প্রথম চার বছরে ঐক্য ছিল না। সাংঘর্ষিকতার চূড়ায় পৌঁছে গিয়েছিল। আমি মনে করি না ট্রাম্প এই কৌশল সহজেই ছেড়ে দিতে পারবেন। ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে দ্বিতীয় মেয়াদে তা আরও বাড়তে পারে।’
সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ পরিচালক লিও প্যানেত্তা বলেন, ‘করোনা মহামারি মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্প যেমনটি করেছেন তা হলো কোনও অবস্থাতেই তিনি ব্যর্থতা স্বীকার করবেন না। কোনও অবস্থাতেই তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি রাজি নন। কোনও অবস্থাতেই তিনি উপদেষ্টা এবং আরও অভিজ্ঞদের কথা শুনতে রাজি নন। এই কারণে ট্রাম্প নির্বাচিত হলে আমরা আগামী চার বছরে কোন দিকে দেশ যাবে তা ভাবতে গেলে আরও গভীর সংকটের কথাই উঠে আসে।’
বাংলাদেশ সময়: ১১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |