অনলাইন ডেস্ক | ১২ অক্টোবর ২০২০ | ১১:২৯ অপরাহ্ণ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী অধিকাংশ ফেরি বহু বছরের পুরনো। নদীতে বয়ে যাওয়া স্রোতের মুখে সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে ইঞ্জিন সমস্যাসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেরিগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। এ কারণে এই নৌপথে লেগে থাকা ফেরির সংকট সহসা কাটছে না।
আজ সোমবার আমানত শাহ্ নামের একটি রো রো (বড়) ফেরি হঠাৎ বিকল হয়ে পড়ে। মেরামতের জন্য ওই ফেরিটি পাটুরিয়ার ভাসমান কারখানা ‘মধুমতি’তে রাখা হয়েছে। ঘাটের গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক ফেরি না থাকায় সেখানে স্বাভাবিক ফেরিপারাপার ব্যাহত হচ্ছে।
এদিকে নৌপথের দৌলতদিয়ায় ছয়টি ফেরিঘাটের মধ্যে বর্তমান চারটি ঘাট সচল রয়েছে। অপর ১ ও ২ নম্বর ঘাট দুটি গত একবছর যাবৎ বন্ধ হয়ে আছে। ছয়টি ঘাটের দুটি বন্ধ থাকায় সেখানে ঘাটসংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা নদীর পানি কমে যাওয়ায় চালু থাকা চারটি ঘাটের পন্টুন হাই ওয়াটার লেভেল থেকে পর্যায়ক্রমে সেগুলো মিড ওয়াটার লেভেলে নামানোর কাজ চালাচ্ছে বিআইডাব্লিউটিএ।
সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের গুরুত্বপূর্ণ ৫ নম্বর ঘাট পন্টুন হাইওয়াটার লেভেল থেকে মিডওয়াটারে নামানো হয়। এ কাজের জন্য টানা তিন ঘণ্টা ওই ঘাটটি বন্ধ ছিল। এ সময় চালু থাকা অপর তিনটি ঘাট দিয়ে কোনরকমে গাড়িগুলো ফেরিপারাপার করা হয়।
ফেরি সংকট, ঘাট সমস্যার পাশাপাশি ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপ বেড়ে আজ সোমবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মাত্র তিন কিলোমিটার দীর্ঘ ওই নৌপথ পাড়ি দিতে এসে ফেরির টিকিট সিরিয়ালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় সংশ্লিষ্ট ট্রাকচালকরা এ সময় ভোগান্তির শিকার হন।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বিভিন্ন গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে ফেরিপার করায় দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ওই ট্রাকগুলো সিরিয়ালে আটকা পড়েছে। তবে, আটকে পড়া ওই ট্রাকগুলো সোমবার রাতের মধ্যে ফেরিপার করা সম্ভব হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১:২৯ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |