অনলাইন ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শিরশ্ছেদ করে হত্যার পর এক দোকানির মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে বাড়ির পাশে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দোকানির নাম মো. বিল্লাল হোসেন (৫২)। তিনি কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রেহাজউদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, সোমবার রাত ৮টার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন বিল্লাল। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। এর পর পুলিশে খবর দেয়া হয়।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |