অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর ২০২০ | ১০:১৭ পূর্বাহ্ণ
দেশে বর্তমানে প্রায় ২৫ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় তাদের হাসপাতালে রোগীদের ওপর জপির চালিয়ে এমন তথ্য পেয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে বর্তমানে এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারে ডায়াবেটিসে আক্রান্ত কেউ নেই। তবে অনেকে সে কথা জানে না। পরীক্ষাও করায় না। অনেকে অন্য রোগের চিকিৎসা করাতে গিয়ে প্রথমবারের মতো জানতে পারে সে ডায়াবেটিসে আক্রান্ত। এমন পরিস্থিতির মধ্যে দেশে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’। বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশে আজ দিবসটি পালিত হবে।
বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে ডায়াবেটিক রোগীকে নিয়মিত রক্ত পরীক্ষা, ইনসুলিন দেওয়া ছাড়াও ডায়াবেটিস ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় মেনে চলতে হবে।
বাংলাদেশ সময়: ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |