অনলাইন ডেস্ক | ০৮ অক্টোবর ২০২০ | ১২:৫৬ অপরাহ্ণ
শাকিব খানকে নিয়ে গত বছরের সেপ্টেম্বরে দুবাই গিয়েছিলেন পরিচালক ইফতেখার চৌধুরী। সঙ্গে ছিলেন কাহিনিকার আব্দুল্লাহ জহির বাবু। দুবাইয়ে তিনজন পরিকল্পনা করেন ‘লন্ডন লাভ’ নামে একটি ছবি নির্মাণের। দেশে ফিরেই ইফতেখার ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। কথা ছিল লন্ডন ও দুবাইয়ের বিভিন্ন লোকেশনে হবে পুরো ছবির শুটিং, কিন্তু মার্চেই দেখা দেয় করোনাভাইরাসের প্রকোপ। সব কিছু গুছিয়ে নিয়েও শেষ পর্যন্ত শুরু করা যায়নি শুটিং, তবে আর বসে থাকতে চান না পরিচালক।
আপাতত লন্ডনে শুটিংয়ের জন্য ভিসা না পেলেও দেশেই শুরু করতে চান ছবির কাজ। ইফতেখার বলেন, ‘গল্পে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে। ঢাকাকে নতুন করে গল্পে রাখছি। আমি চাই, চলতি বছরই পুরো ছবির শুটিং শেষ করতে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝিতে লন্ডনের ভিসা মিলবে। তত দিনে যেটুকু পারি শুটিং এগিয়ে রাখতে চাই।’ ইফতেখার আরো বলেন, ‘১৬ অক্টোবর শাকিব মালদ্বীপ যাবেন, ২২ অক্টোবর তাঁর ফেরার কথা। দু-তিন দিন হয়তো তিনি বিশ্রাম নেবেন। এর পরই আমরা শুটিং শুরু করতে পারব বলে বিশ্বাস।’
বাংলাদেশ সময়: ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |