অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর ২০২০ | ১১:৪৯ পূর্বাহ্ণ
জামালপুরের দেওয়ানগঞ্জ ডাংধরা ইউনিয়নের ৭.৪০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। গতকাল মঙ্গলবার দুপুরে এক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধার করা হয়।
সংস্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে খাস জমি উদ্ধার করে সেখানে সরকারি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার অংশ হিসেবে উপজেলার ডাংধরা ইউনিয়নে এক অভিযানে নামেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। সেখানে কারখানা মৌজার বেদখল হওয়া ৭.৪০ একর জমি উদ্ধার করেন যার এস এ আর এস খাস। স্থানীয়রা দীর্ঘদিন থেকে এসব জমি ভোগ দখল করে আসছিল। এর আগে কাউনিয়ার চরে নতুন পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে দেওয়া হয়।
আজকের এই উদ্ধার অভিযানের সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. মাসুদ, সার্ভেয়ার আব্দুর রাজ্জাক এবং সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ।
অভিযান সম্পর্কে এসিল্যান্ড জানান, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। আজ আমরা বিশাল পরিমাণ জমি উদ্ধার করেছি। সরকারি জমি উদ্ধারের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |