• বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    দুর্গাপূজার জন্য বরাদ্দের ৫৮ টন চাল মিলল গোডাউনে, সিলগালা

    অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২০ | ১০:৫৭ অপরাহ্ণ

    দুর্গাপূজার জন্য বরাদ্দের ৫৮ টন চাল মিলল গোডাউনে, সিলগালা

    পূজামণ্ডপে খাবারের জন্য সরকারি সিদ্ধান্তে খাদ্য অধিদপ্তর থেকে পাওয়া সাড়ে ৫৮ টন চাল ক্রয় ও বিক্রয়ের জন্য মজুদ রাখার অপরাধে পাবনার ঈশ্বরদীর জয়নগর সীমা ট্রের্ডাস অ্যান্ড চাল কলের মালিক তরিকুল ইসলামের গোডাউন সিল করে দিয়েছে প্রশাসন। যার ক্রয় মূল্য ২৫ লাখ টাকা।

    মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাবনা জেলা খাদ্য কর্মকর্তা চালগুলো জব্দ করে ও গোডাউনে রেখেই সিলগালা করেছেন। এর আগে সোমবার দুপুরে চালগুলো ওই গোডাউনে মজুদ করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল পুলিশ, উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে গোডাউনে যান এবং মজুদকৃত চালের বিষয়ে খোঁজ খবর নেন। এরপর গোডাউনটি পুলিশে নজরদারীতে রাখা হয়।

    আজ বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

    ঈশ্বরদী উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, গত সোমবার দুপুরে ঈশ্বরদীর জয়নগরের সীমা ট্রেডার্স অ্যান্ড চালকল মালিক তরিকুল ইসলাম সরকারি চাল তার ভাড়াকৃত গোডাউনে বিপুল পরিমাণ সরকারি বরাদ্দের চাল মজুদ করে রেখেছেন- এমন সংবাদ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গোডাউন খুলে এর সত্যতা মেলে।

    চাল ও গোডাউন মালিক তরিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরে খাওয়ার জন্য বরাদ্দ পাওয়া সাড়ে ৫৮ টন চাল প্রতি কেজি ৩৯ টাকা দরে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার পূজামন্ডব কমিটির নিকট থেকে ক্রয় করেছেন তিনি। চাল ক্রয়ের বৈধ কাগজ পত্র রয়েছে।

    তিনি আরো জানান, বিভিন্ন সময় তিনি সরকারি বরাদ্দের চাল লোক মারফত ক্রয় করেন। সেগুলো মিলে এনে প্রসেস করে বস্তায় ভরে বিক্রয় করেন। তরিকুল অভিযোগ করে আরো বলেন, তাঁর ব্যবসায় ইর্ষান্বিত হয়ে তৃতীয় পক্ষ প্রশাসনকে মিথ্যা সংবাদ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

    ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরে আর্থিক সহযোগিতার জন্য চালগুলো দেওয়া হয়নি। দরিদ্র হিন্দু পরিবারকে খাবার হিসেবে দেওয়া হয়েছে। এই চালগুলো তাই দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করার নির্দেশ রয়েছে।

    ঈশ্বরদী থানার ওসি শেখ মো. নাসীর উদ্দিন বলেন, তরিকুলের মজুদকৃত চাল ভর্তি গোডাউনটি সিলগালা করা হয়েছে। জেলা খাদ্য কর্মকর্তা থেকে নির্দেশনা মতে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস বলেন, চাল ক্রয়ের কাগজপত্র যাচাই বাচাইয়ের জন্য খাদ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চাল ক্রয় বিক্রয় এবং মজুদে অনিয়ম থাকলে খাদ্য কর্মকর্তা ও থানার ওসিকে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved