অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২০ | ৭:৪২ অপরাহ্ণ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে গিয়ে গত ২৮ নভেম্বর চোটে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তাই চলমান টি-টোয়েন্টি কাপ থেকে শুধু ছিটকেই পড়েননি, তাঁর আঙুলে অস্ত্রোপচারও করাতে হয়েছে।
গত বুধবার অস্ত্রোপচার করানো হয়েছিল মুমিনুলের। আজ রোববার দেশে ফিরেছেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর সস্ত্রীক দুবাই যান মুমিনুল। সেখানকার বুরজিল হাসপাতালে মুমিনুলের ডান হাতের আঙুলে অস্ত্রোপচার করা হয়। পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে মুমিনুলের।
গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পায়েছিলেন মুমিনুল। ব্যথা পাওয়ার পরও ব্যাট করেছেন তিনি। এরপর ব্যথা আরো বেড়ে গিয়েছিল। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়েন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের দল গাজী গ্রুপ চট্টগ্রাম দারুণ খেলছে। আসরের শেষ চারে উঠেছে তারা। তবে দুই ম্যাচ খেলে মুমিনুল খুব একটা ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে আট ও দ্বিতীয় ম্যাচে পাঁচ রান করেন তিনি।
বাংলাদেশ সময়: ৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |