অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর ২০২০ | ১১:২৭ পূর্বাহ্ণ
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দুই ম্যাচ পর প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয়ের স্বাদ পেল লিভারপুল। শনিবার শেফিল্ডকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। স্বাগতিক হয়েও অ্যানফিল্ডে শুরুর দিকেই হোঁচট খায় অল রেডরা। মাত্র ১৩ মিনিটে লিড নেয় শেফিল্ড। পেনাল্টি এরিয়ায় ফ্যাবিনহো শেফিল্ডের ম্যাকবার্নিকে ফাউল করায় পেনাল্টি পায় অতিথিরা। তা থেকেই গোল করে বার্জ এগিয়ে নেন দলকে।
এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে লিভারপুলও। একের পর এক আক্রমণ চালায় শেফিল্ড শিবিরে। তার ফল আসতে একটু দেরী হলেও প্রথমার্ধ্বের আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। ৪১ মিনিটে মানের হেড গোলরক্ষক ফিরিয়ে দিয়েও নিস্তার পাননি। ফিরিয়ে দেয়া শট শেফিল্ডের জালে পাঠান ফিরমিনো। তাতে স্বস্তি ফেরে লিভারপুলে।
দ্বিতীয়ার্ধ্বে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে স্বাগতিকরা। ৬৪ মিনিটে গিয়ে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। এবার মানের অ্যাসিস্টে স্কোরখাতায় নাম তোলেন দিওগো হোতা। আক্রমণ চালিয়ে যায় শেফিল্ডও। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফলে জয় নিয়ে শেষ হাসি হাসে ইয়ুর্গেন ক্লপের দল।
বাংলাদেশ সময়: ১১:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |