অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর ২০২০ | ১১:৩৩ পূর্বাহ্ণ
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে থেকে অ্যাডভোকেট মুরাদ রেজা ও অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এই পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে সোমবার আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র দুটি গ্রহণ করিয়াছেন।’
গত ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে অ্যাডভোকেট মুরাদ রেজা ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।
গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এরপর ওই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |