অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০২০ | ১:৪৭ অপরাহ্ণ
আগামী বুধবার ভারতের সঙ্গে করোনাকালে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলে ‘এয়ার বাবল’ চুক্তি হবে। আর এর আওতায় ভারতের দিল্লি, কলকাতা ও চেন্নাই ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি নতুন রুট হিসেবে চেন্নাইয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আগামী ২৯ অক্টোবর থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে, ১ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা এবং ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হবে।
যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন। কোভিড সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |