অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের আলাদা পরীক্ষা আর নেওয়া হবে না এমন গুঞ্জনের বিষয়টি স্পষ্ট করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ বুধবার (১১ নভেম্বর) ভিসির কার্যালয়ে সাংবাদিকদের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষা বাতিলে কোনো আলোচনা হয়নি। বরংচো ‘চ’ ইউনিটের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা হয়েছে ডিনস সভায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নানা রকমের গুঞ্জন উঠেছে। অবশেষে গুঞ্জনের বিষয়ে স্পষ্ট করে ঢাবির ভিসি বলেন, ঢাবিতে ভর্তি পরীক্ষাতে ইউনিট কমানোর আলোচনা ২০১৮ সাল থেকে চলছে। কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ধরন প্রায় একই। ডিনরা একই ধরনের প্রশ্নে দুটি পরীক্ষায় দ্বিমত দিয়েছেন। মূলত সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা শিক্ষার্থীদের হয়রানি কমাতে পরীক্ষা কমানোর দিকে যাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করার প্রথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ- এমন খবর আসে গণমাধ্যমে। খবরে বলা হয়, এ দুই ইউনিটের পরীক্ষা ‘খ’ ইউনিটের মাধ্যমে নেয়া হবে। তবে ডিনস সভায় ‘চ’ ইউনিট বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ভিসি।
এফএ
বাংলাদেশ সময়: ৭:১৯ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |