অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২০ | ৯:৫৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বিলাসবহুল রেস্টুরেন্ট হাইওয়ে-ইনসহ তিন রেস্টুরেন্টকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রান্নাঘরের পরিবেশ অপরিষ্কার, নোংরা ও অস্বাস্থ্যকর থাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি করায় এই জরিমানা করা হয় রেস্টুরেন্টগুলোকে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাইওয়ে ইন রেন্টুরেন্টকে ৬০ হাজার টাকা, পানসী রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও আল-আমিন হোটেল ও রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে শাহীন কসমেটিকস-এর বিরুদ্ধে একজন ভোক্তা অভিযোগ করায় শাহীন কসমেটিকসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গলের র্যাব-৯ এর একটি দল ও হবিগঞ্জের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেওয়ান মিয়া।
বাংলাদেশ সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |