অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর ২০২০ | ৮:১৭ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় একটি স্টিলের ড্রাম থেকে সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ যৌথভাবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। হত্যার শিকার সিদ্দিুকুর রহমান কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কাজীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
আজ বুধবার সকালে এ ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শাহরাস্তি থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান জানান, প্রথমে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরে রাতের দিকে কুমিল্লা দক্ষিণ থানা পুলিশের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। গত ৯ তারিখ থেকে সে নিখোঁজ ছিল
।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, উদ্ধারের সময় যুবকের পরিচয় পাওয়া যায়নি। গভীর রাতে পরিচয় জানতে পেরেছি। তার লাশটি আমরা ক্ষতবিক্ষত অবস্থায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার রাজাপুরা গ্রাম থেকে উদ্ধার করেছি। রাতে উদ্ধার হওয়া যুবকের মরদেহ দেখার ব্যবস্থা হলে পরিবারের লোকজন শনাক্ত করেন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ৮:১৭ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |