• শুক্রবার ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

    অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০২০ | ৮:৫৫ অপরাহ্ণ

    ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

    দেশে ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। কয়েক মাসের তুলনায় চলতি নভেম্বর মাসে এই হার বেড়েছে। রাজধানীসহ সারা দেশের হাসপাতালে নভেম্বর মাসের ২৮ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫০৭ জন রোগী, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ।

    স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে রোগী ভর্তি হয়েছেন ৩ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৮ জন। যার মধ্যে ঢাকায় ৭২ জন ও ঢাকার বাইরে ১৬ জন। এ নিয়ে চলতি মৌসুমে ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট এক হাজার ১৩৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যার মধ্যে এক হাজার ৪০ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। এই সময়ে ডেঙ্গু সন্দেহে ৬ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। তবে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর ৪টি মৃত্যু পর্যালোচনা করে ৩টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

    ডেঙ্গু আক্রান্তের মাসিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে আক্রান্ত হন ১৯৯ জন, ফেব্রুয়ারিতে এই সংখ্যা কমে ৪৫ জনে নামে। পরবর্তীতে মার্চে ২৭, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭ জন আক্রান্ত হয়। গত অক্টোবরে আবারও রোগীর সংখ্যা বেড়ে ১৬৩ পৌঁছে। নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত আক্রান্ত হন ৫০৭ জন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved