অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২০ | ১১:৩৮ পূর্বাহ্ণ
দিয়েগো ম্যারাডোনার দেহ সংরক্ষণ করতে হবে, রায় দিল আর্জেন্টিনার আদালত। কারণ একটাই যেকোনও সময় ম্যারাডোনার ডিএনএ প্রয়োজন হতে পারে।
প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতোমধ্যেই প্রচুর মামলা হয়েছে। তার পাঁচ স্বীকৃত সন্তান যেরকম সম্পত্তির ভাগ চেয়েছেন, তেমনি আরও ছয়জন মামলা করেছেন- যাদের ম্যারাডোনা কখনও সন্তান বলে স্বীকৃতি দেননি, বা তাদের কথা আগে জানা যায়নি।
এদের মধ্যে একজন, ২৫ বছরের মাগালি গিল দাবি করেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন, ম্যারাডোনাই তার বাবা।
এরকম এত দাবি উঠছে, আইনজীবীরা এবং আদালত হিমশিম খাচ্ছে। সেই কারণেই দেওয়ানি মামলার আদালত ন্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছে, যেহেতু যেকোনও সময়ে মামলাকারীদের ডিএনএ মারাদোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে, তাই মারাদোনার দেহ এখনই দাহ করা যাবে না।
গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি এই ফুটবলার। তাকে গত ২৬ নভেম্বর বুয়েনস আয়ার্স থেকে সামান্য দূরে সমাধিস্থ করা হয়।
বাংলাদেশ সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |