অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টিমের সদস্যদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছেন রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তা। খবর সিএনএনের।
বাইডেনের বিজয় নিশ্চিত হলেও দেশটির সাধারণ পরিষেবা প্রশাসন জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু করেনি। এর মধ্যেই বাইডেনের টিমের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছেন হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তারা।
ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, তারা বাইডেনের টিমের সঙ্গে এই যোগাযোগকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে দেশের প্রতি দায়িত্বের অংশ হিসেবে দেখছেন। তিনি দাবি করেন, দুই পক্ষের মধ্যে এই আলোচনা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মতো বড় পরিসরে কিছু নয়। জানান, তারা বাইডেন প্রশাসনকে সহায়তা করতে চান।
তবে বাইডেনের টিমের একজন উর্দ্ধতন সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। টিমের আরেক সদস্য বলেন, ‘ ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সহায়তার মনোভাবকে স্বাগত জানাই। তবে তার অর্থ এই নয় যে, এটি সহজ পক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের সহায়ক।’
বাংলাদেশ সময়: ৬:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |