অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর ২০২০ | ১০:০১ পূর্বাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থেকেও জয় এখনো পাননি বাইডেন। অন্যদিকে জেতার সম্ভাবনা জিঁইয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।
সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ২০ ইলেক্টরাল ভোটের পেনসিলভানিয়ায়। সেখানে একসময় ডোনাল্ড ট্রাম্প পাঁচ লাখ ভোটের ব্যবধানে বাইডেনের চেয়ে এগিয়ে থাকলেও এখন এই ব্যবধান মাত্র ৪১ হাজার ১১৮ ভোটে নেমে এসেছে।
গার্ডিয়ানের তথ্য মতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ( বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার বেলা ৯টা ৩৫ মিনিট) পেনসিলভানিয়ায় ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে।
এর মধ্যে ৪৯ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক সাত শতাংশ ভোট। ১০ শতাংশ ভোট গণনা এখনো বাকি রয়েছে।
গণনা হওয়া ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৩৭ হাজার তিনশ ৭২ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৭৮ হাজার চারশ ৯০ ভোট।
সূত্র: গার্ডিয়ান
বাংলাদেশ সময়: ১০:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |