অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ১০:১০ পূর্বাহ্ণ
রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিতি জর্জিয়ার পর এবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
সিএনএন জানায়, পেনসিলভানিয়ায় ৫ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটিতে ৯৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এখানে বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩০৪ ভোট। বাইডেন মোট ভোটের ৪৯.৪ শতাংশ পেয়েছেন।
অন্যদিকে পেনসিলভানিয়ায় ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭১৭ ভোট। তিনি মোট ভোটের ৪৯.৩ শতাংশ পেয়েছেন।
জর্জিয়ায় মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সে অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। যে ১ শতাংশ ভোট গণনা বাকি, তাতে ভোটের সংখ্যা ৫০ হাজারের মতো।
পেনসিলভানিয়ায় মোট ইলেকটোরাল ভোট ২০টি আর জর্জিয়ায় ১৬টি। এই দুটির যেকোনো একটিতে বিজয়ী হলেই বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ১০:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |