অনলাইন ডেস্ক | ০৮ অক্টোবর ২০২০ | ১:১০ অপরাহ্ণ
গাজীপুরের আউটপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (২৬) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার টাঙ্গাইলের ভূঞাপুর থানার ব্রাহ্মণহাট এলাকার গাজীয়ার রহমানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গাজীপুরের আউটপাড়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন আনোয়ার। সেখান থেকে তিনি চাকরি করতেন। সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |