• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ট্রাকের ধাক্কায় উড়ে গেল অ্যাম্বুল্যান্স

    অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২০ | ১১:০৩ পূর্বাহ্ণ

    ট্রাকের ধাক্কায় উড়ে গেল অ্যাম্বুল্যান্স

    কুষ্টিয়ায় এক পরিবারের চারজনসহ নিহত ৫
    আলাদা দুর্ঘটনায় ছয় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
    কুষ্টিয়ায় বিএডিসির বীজবাহী ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় রাঙামাটিতে তিনজনসহ কক্সবাজারের চকরিয়া, বগুড়ার ধুনট ও নাটোরে ছয় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

    কুষ্টিয়া : কুষ্টিয়ায় নিহত পাঁচজনই অ্যাম্বুল্যান্সের যাত্রী ছিলেন। এঁদের মধ্যে এক পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে ও শ্যালক রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্সের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুল্যান্সের চালক নড়াইলের লোহাগড়ার দাসের ডাঙ্গা গ্রামের টিপু সুলতান (৩৫), লোহাগড়ার মশাঘুনি গ্রামের বাসিন্দা মোটর গ্যারেজের মিস্ত্রি মফিজ উদ্দিন (৪৮), তাঁর স্ত্রী আরবি বেগম (৪০), ছেলে ইফাদ হাওলাদার (১৬) এবং যশোরের বাসিন্দা মফিজের শ্যালক আলিম শেখ (৩৪)। এ ছাড়া মফিজের অন্য শ্যালক ইনছান শেখ (৩৫) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ হোসেন জানান, গতকাল বিকেলে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে ইফাদ নামের অ্যাম্বুল্যান্সে করে এক নারী রোগী আত্মীয়-স্বজনসহ নিজ বাড়ি নড়াইলে ফিরছিলেন। পথে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিএডিসির ওই ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুল্যান্সের চালকসহ পাঁচজন দুর্ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে এক নারীসহ পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

    ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটির চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যান, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পাঁচজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    রাঙামাটি : রাঙামাটিতে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার পর শহরের কাঁঠালতলী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) ও মোশারফ হোসেন (৩৯) নিহত হন। এলজিন শহরের চম্পকনগরের এবং মোশারফ রিজার্ভবাজারের বাসিন্দা।

    একই সময়ে কুতুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আরোহী বাঘাইছড়ির সাজেক ছাত্রলীগের সভাপতি মো. রুবেল দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরেক আরোহী সাজেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হন।

    চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথায় গতকাল সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী তানবিরুল ইসলাম সায়মন (২২) নামের এক কলেজছাত্র।

    ধুনট (বগুড়া) : ধুনটের চান্দিয়াড়-পেঁচিবাড়ী সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে গত সোমবার রাতে মোটরসাইকেল চালানোর সময় আব্দুল সালাম (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

    নাটোর : নাটোরের গোরস্থান চন্দ্রকলা আঞ্চলিক সড়কে গতকাল সকালে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুকুল আলী নিহত হয়েছেন। মুকুল নাটোর সদর উপজেলার মণ্ডল রুয়ের ভাগ গ্রামের ওমেদ আলী মণ্ডলের ছেলে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved