অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২০ | ১১:২২ পূর্বাহ্ণ
বিশ্বে করোনায় সংক্রমণে তৃতীয় স্থানে আজে ব্রাজিল। কিন্তু দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো করোনা নিয়ে বারবারই উল্টাপাল্টা বলে যাচ্ছেন। তিনি এবার বললেন, ‘বৈশ্বিক এ মহামারি সত্যিই শেষদিকে চলে আসছে, সংখ্যার হিসাব সেটাই বলছে। আমরা এখন অল্প কিছু সংক্রমণ দেখতে পাচ্ছি। কিন্তু করোনা টিকার জন্য এই দৌড়ঝাঁপের কোনো যৌক্তিকতা নেই। কারণ আপনি মানুষের জীবন নিয়ে খেলছেন।’
শনিবার তিনি এসব কথা বলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রতিদিনের সংক্রমণ কিন্তু বলছে না যে, বৈশ্বিক মহামারি শেষ হয়ে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে ব্রাজিলসহ নানা দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে।
গত বৃহস্পতিবারও এক সাক্ষাৎকারে আজব কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সেদিন তিনি বলেন, “ফাইজারের চুক্তিতে পরিষ্কার করে বলা আছে, ‘কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে আমরা দায়ী নই।’ (টিকা নিয়ে) আপনি যদি কুমির হয়ে যান, সেটা আপনার সমস্যা। আপনি যদি সুপারম্যান হয়ে যান, কোনো নারীর গোঁফ গজাতে শুরু করে কিংবা কোনো পুরুষ মেয়েলি স্বরে কথা বলতে শুরু করে, তাহলে তাতে তাদের (ফাইজার) কোনো দায় থাকবে না।’
এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট সাফ জানিয়ে ছিলেন, তিনি টিকা নেবেন না।
বাংলাদেশ সময়: ১১:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |