অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২০ | ৫:৩৬ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ছাত্র শিক্ষক মিলনায়তন-টিএসসির দৃষ্টিনন্দন ভবন ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। তিনি বলেছেন, নকশার কাজ এখনো শেষ হয়নি। এটুকু বলতে পারি, টিএসসি ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’
অধ্যাপক সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু টিএসসির দায়িত্ব নিয়েছেন, সেহেতু নিশ্চয়ই ভালো কিছু হবে।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
২০১৮ সালের মে মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে আছেন অধ্যাপক সামাদ। তিনি জাতীয় কবিতা পরিষদেরও সভাপতি।
ঢাবির এ সহ-উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে টিএসসির নকশার কাজ চলছে। প্রধানমন্ত্রীর যে সৌন্দর্যবোধ, রুচি ও আধুনিক স্থাপত্য সম্পর্কে ধারণা আছে, আমার বিবেচনায় টিএসসি ভবনের জন্য নিশ্চয়ই ভালো কিছু হবে। যেহেতু নকশার কাজ এখনো শেষ হয়নি, তাই এটি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। নকশা চূড়ান্ত হয়ে এলে মন্তব্য করা যাবে। প্রয়োজনে নকশাটি উন্মুক্তও করা যেতে পারে। এটুকু বলতে পারি, টিএসসি ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
বাংলাদেশ সময়: ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |