অনলাইন ডেস্ক | ০৭ জুলাই ২০২০ | ৫:২০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফয়জুল্লাকান্দির পাড়াতুলী গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম হুমায়ুন কবির চৌধুরী (৭৫)।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, রাজীব প্রায় সময় তার বাবার কাছে টাকা দাবি করতো। আজ মাজারে যাওয়ার জন্য এক হাজার টাকা চাইতে গেলে তার বাবা তাকে দেড়শত টাকা দেয়। এনিয়ে বাবা-ছেলের মাঝে তর্ক বিতর্ক হয়। পরে ক্ষিপ্ত হয়ে রাজীব প্রথমে তার মায়ের উপর হামলা চালায়। পরে তার বৃদ্ধ বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |