অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২০ | ১১:০৬ অপরাহ্ণ
আসন্ন মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থী ছাড়া কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর আস্থাভাজন মুনির চৌধুরী বিজয়ের পথে রয়েছেন।
জানা যায়, আসন্ন মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি এদিনও। ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ের পথে রয়েছেন। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৮ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুনির চৌধুরী একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনেও মনোনয়ন জমা দেননি।
বাংলাদেশ সময়: ১১:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |