অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৪:৫৯ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে নব্য জেএমবির দুই শীর্ষ নেতাসহ চারজনকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টায় শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সহযোগিতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এই গ্রেপ্তার অভিযানে অংশ নেয়।
শনিবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নব্য জেএমবির সক্রিয় কর্মী। তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি কার্তুজ, একটি ওয়ানগান শুটার, একটি চাপাতি, তিনটি চাকু, এক কেজি বিস্ফোরক তৈরির পাউডার এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নব্য জেএমবির আইটি শাখার সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তরশ্রীরামপুর গ্রামের তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), মিডিয়া শাখার প্রধান ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার জগতপোড়া গ্রামের জাকারিয়া জামিল (৩১), সক্রিয় সদস্য ময়মনসিংহ সদরের চকশ্যামরামপুর গ্রামের আতিকুর রহমান (২৮) এবং একই গ্রামের আবু সাঈদ (৩২)। তাঁদের মধ্যে তানভীর আহম্মেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের এবং আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র ছাত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের নব্য জেএমবির দায়িত্বশীল পদে থেকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছেন। তাঁরা নতুন করে নাশকতার উদ্দেশ্যে বগুড়ায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, আটক জঙ্গিদের বিরুদ্ধে জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। তাদেরকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |