অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২০ | ১০:৪৫ পূর্বাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফল অনুসারে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৬৪টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।
অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টরাল ভোট। জেতার জন্য অনেকটাই এগিয়ে আছেন জো বাইডেন।
তবে সেজন্য এখনো তাকে অন্তত ছয়টি ইলেক্টরাল ভোট পেতে হবে। জর্জিয়াতে ভোট গণনায় ট্রাম্প ও বাইডেন কাছাকাছি অবস্থানে রয়েছেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ২৭ হাজার দু’শ ৫০ ভোট এবং জো বাইডেন পেয়েছেন ২৩ লাখ ৯৫ হাজার নয়শ ৪৪ ভোট।
মোট ভোটের ৪৯ দশমিক সাত শতাংশ পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে জো বাইডেনের দিকে ভোট পড়েছে ৪৯ দশমিক এক শতাংশ। যে কোনো মুহূর্তে সেখানকার ফল ঘোষণা হয়ে যেতে পারে। সেখানকার ফলের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। জর্জিয়াতে জিতলেই বিজয়ী হয়ে যাবেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প সেখানে জয় পেলে টিকে থাকার আশা তারও বেড়ে যাবে।
জানা গেছে, ট্রাম্প মোট পপুলার ভোট পেয়েছেন ছয় কোটি ৮৭ লাখ ৫৩ হাজার পাঁচশ ১১টি এবং জো বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ৭২ হাজার ছয়শ ৩১টি।
বাংলাদেশ সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |