অনলাইন ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএইচএম-এ ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পারিবারিক সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, কয়েক দিন আগে থেকে আক্তারুজ্জামান জ্বর, ঠণ্ডায় ভুগছিলেন। পরে গত মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল দেন। ওই রাতের তাকে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়ে জানানো হয়। তারপর বুধবার সকালে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল সিএইচএম-এ তাকে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে জানা গেছে।
এদিকে, এ কে এম আক্তারুজ্জামানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
বাংলাদেশ সময়: ৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |