• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ছাত্রলীগ সভাপতি জয়ের জন্মদিনে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নানা কর্মসূচি

    অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর ২০২০ | ১১:৪২ অপরাহ্ণ

    ছাত্রলীগ সভাপতি জয়ের জন্মদিনে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নানা কর্মসূচি

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে কবি নজরুল কলেজ ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করেছে।

    আজ শুক্রবার (৩০ অক্টোবর) কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিকের নেতৃত্বে বাদ জুম্মার নামাজের
    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এছাড়াও সকালে কলেজ প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পথশিশুদের মাঝে খাবার বিতরণ।এবং দুপুর ২ টায় তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় ১০০ এতিম বাচ্চাদের নিয়ে দোয়া ও দুপুরে খাবার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সজল মজুমদার, সহ-সভাপতি আল মারুফ, সহ-সভাপতি শেখ রিফাত, সহ-সভাপতি ফারুক হাওলাদার, সহ সভাপতি মামুন সহ- সভাপতি শেখ রাসেল, সহ সভাপতি টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম পাবেলসহ কলেজে শাখার সকল নেতাকর্মীরা ।

    কলেজে শাখার ছাত্রলীগের নেতা ইয়াসিন আল অনিক বলেন,নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির মধ্যেও দেশ ও মানুষের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করেছেন
    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই।
    কবি নজরুল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে
    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

    উল্লেখ্য,,,
    বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। জয় মুক্তিযোদ্ধা আবদুল আলী খানের ছেলে। বরিশাল জিলা স্কুলে পড়াশোনার সময় কাল থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্তত।

    বরিশাল থেকে এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি হন জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই রাজনীতিতে পুরোদমে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি।

    বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক পরে সাধারণ সম্পাদক, এরপর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, সিনিয়র সহ সভাপতি এবং পরে সভাপতি পদে দায়িত্ব পান।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved