অনলাইন ডেস্ক | ২৪ জুলাই ২০২০ | ৯:৪৪ পূর্বাহ্ণ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে মাদক ব্যবসায়ীর দুপক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিহত নজরুলের বাড়ি উপজেলার জয় চাদঁপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |