অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২০ | ৫:০৩ অপরাহ্ণ
বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামে চোর ধরতে পানের বরজে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তুলসীবাড়িয়া গ্রামের বাবু কীর্তনীয়ার ছেলে গণেশ কীর্তনীয়া চোর ধরার জন্য পানের বরজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। হাবিব সেখান দিয়ে মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হাবিবের পারবারিক সূত্রে থেকে জানা যায়, শুক্রবার রাতে হাবিব মৃধা পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতো মাছ ধরার উদ্দেশ্যে ধান ক্ষেতে যায়। সকাল হলেও ফিরে না আসায় তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে। পরে হাবিবের মেজো ছেলে রফিক ও স্থানীয় শাহিন শনিবার সকালে গণেশের পানের বরজের পাশে হাবিবের মৃতদেহ পড়ে থাকতে দেখে। বাবার মৃতদেহ দেখে অচেতন হয়ে পড়ে তার ছেলে রফিক।
এ ঘটনায় স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, পানচুরি হওয়ার নাম করে গণেশ পানের বরজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি মৃত্যু ফাঁদ পেতেছেন। আর সে ফাঁদে পড়ে বৃদ্ধ হাবিবের মৃত্যু হয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে মৃত্যুর ঘটনা উদঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:০৩ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |