অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ
পঞ্চগড়ের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে চার মাসের অন্তঃসত্ত্বা এক নরীর পেটে লাথি মেরে গর্ভপাত করার অভিযোগ উঠেছে সায়বুল রহমান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
গত (৬ নভেম্বর) শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলা অরখানা ইউনিয়নের ঠুটাপাখুরি এলাকায় নাজমা আক্তার (২৬) এর সঙ্গে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ওই নারীর স্বামী আমিনার রহমান বাদী হয়ে সদর থানায় সায়বুল রহমানকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। জানা গেছে, অভিযুক্ত আসামি সায়বুল রহমান ওই এলাকার মৃত মোখলেছার রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই অন্তঃসত্ত্বা নারীর স্বামী আমিনার রহমানের সঙ্গে প্রতিবেশী সায়বুল রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই প্রেক্ষিতে গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ওই নারী বাড়ির পাশে টিউবওয়েলের ময়লা পানির ড্রেন পরিষ্কার করতে গেলে সায়বুল বাড়ির লোকজন তাকে বাধা দেয়, পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সায়বুল নামে ওই ব্যক্তি নারীর হাত থেকে কৃষি কাজে ব্যবহৃত বেধা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে ওই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারলে ওই নারী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার গর্ভপাত ঘটে।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজ উদ্দৌলা পলিন জানান, পুলিশের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে হাসপাতালের রেজিস্ট্রারে অবশ্যই ইনজুরি লেখা থাকবে।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন জানান, প্রতিবেশী এক ব্যক্তির লাথির আঘাতে এক নারীর গর্ভপাতের ঘটনায় থানায় তার স্বামী বাদী হয়ে মামলা করেছে। আমরা আসামিকে আটকের অভিযান চালিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |