অনলাইন ডেস্ক | ২১ জুলাই ২০২০ | ৩:০৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নীলম ধর অর্পা (২৩) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে মাস্টার্স পাশ করেন।
পরিবারের দাবি, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে অর্পা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেনি।
পুলিশ বলছে, নিহতের গলায় দাগ রয়েছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যা নাকি হত্যা।
অর্পার বান্ধবী সাবরিনা চৌধুরী বলেন, গতকাল রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অর্পাকে পাওয়া যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। পরিবারের লোকজন আমাদের বলেছেন নীলম ধর অর্পা নামের এ নারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজারের জালাল কলোনিতে। তার গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি ওই নারীর ভাই।’
বাংলাদেশ সময়: ৩:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |